Bengali to English Translation Part-20 For Competitive Exam
Bengali to English Translation Part-20 : This Bengali passage has been taken from P.K.Dey Sarkar’s book. The Bengali sentences have been translated into English by myself. If you read both Bengali and English passages, you will get an idea on translation.

Bengali to English Translation Part-20
মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে সম্নত হইলেন , দুর্গের বাহিরে দুইজনে যুদ্ধ আরম্ভ হইল। হঠাৎ ঈশা খাঁর তরবারি আঘাতে মানসিংহের তরবারি ভাঙ্গিইয়া গেল। ঈশা খাঁ তখন অনায়াসে মানসিংহকে নিধন করিতে পারিতেন। কিন্তু নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করিতে বীর ঈশা খাঁর অন্তর চাহিল না। নিজের তরবারি মানসিংহের হাতে দিয়া বলিলেন “আপনি আমার অস্ত্র গ্রহণ করুন। আমি আর একখানা আনাইয়া লইতেছি।“ ঈশা খাঁর মহত্তে মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন। বলিলেন – “ঈশা খাঁ, তুমি বীর। তোমাকে যে বিদ্রুপ করিয়াছিলাম – সে জন্য ক্ষমাপ্রার্থনা করিতেছি।
Helping Points
ঈশা খাঁর প্রস্তাবে- to Isha Khan’s proposal
দুর্গের বাহিরে – outside the fort
দুইজনে- the two
অনায়াসে-Effortlessly/ easily
যুদ্ধ আরম্ভ হইল – started fighting
হঠাৎ- Suddenly
ঈশা খাঁর তরবারি আঘাতে – The struck of Isha Khan’s sword
নিধন করিতে পারিতেন – could have killed
নিরস্ত্র শত্রুর দেহে – the body of the unarmed enemy
আঘাত করিতে – to hit
বীর ঈশা খাঁর অন্তর – the heart of the hero Isha Khan
চাহিল না- did not want
নিজের তরবারি – his own sword
মানসিংহের হাতে দিয়া – handing over to Mansingh
আমার অস্ত্র – my weapon
গ্রহণ করুন – take
আর একখানা – another one
আনাইয়া লইতেছি – am bringing
ঈশা খাঁর মহত্তে – the greatness/nobleness of Isha Khan
মানসিংহ মুগ্ধ হইয়া গেলেন – Mansingh was fascinated/ impressed/ charmed
বিদ্রুপ করিয়াছিলাম – made fun
ক্ষমাপ্রার্থনা করিতেছি – am apologizing
Translation For Mains and Competitive Exam
Bengali to English Translation Part-20
Mansingh agreed to Isha Khan’s proposal, the two started fighting outside the fort. Suddenly, Mansingh’s sword was broken by the struck of Isha Khan’s sword. Isha Khan could have easily killed Mansingh then. But the heart of the hero Isha Khan did not want to hit the body of the unarmed enemy. He said handing over his own sword to Mansingh, “You take my weapon. I am bringing another one.” Mansingh was fascinated by the greatness of Isha Khan. Said — “Isha Khan, you are a hero.” I am apologizing for that – I made fun of you.
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 18 Bengali to English Translation
- 19 Bengali to English Translation
- 21 Bengali to English Translation
- 22 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-20) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messenger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir