Bengali to English Translation Part-18 For Competitive Exam
Bengali to English Translation Part-18 : This Bengali passage has been taken from P.K.Dey Sarkar’s book. The Bengali sentences have been translated into English by myself. If you read both Bengali and English passages, you will get an idea on translation.

Bengali to English Translation Part-18
আবশেসে একদিন সত্যই বাঘ আসিয়া তাহাঁর পালের গরু আক্রমণ করিল। তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া ‘বাঘ’ ‘বাঘ’ বলিয়া উচ্চৈঃস্বরে বার বার চিৎকার করিতে লাগিল। কিন্তু সেদিন একটিও প্রাণীও তাহার সাহায্যর্থে উপস্থিত হইল না। সকলেই মনে করিতে লাগিল, ধূর্ত রাখাল আগেকার মত মিথ্যা চিৎকার করিতেছে। বাঘ ইচ্ছা মত পালের গরু বধ করিল এবং অবশেষে রাখলের প্রাণসংহার করিয়া চলিয়া গেল। নির্বধ রাখাল এই বলিয়া প্রাণত্যাগ করিল, ‘মিথ্যাবাদীরা সত্য বলিলেও কেহ তাহাদিগকে বিশ্বাস করে না।
Helping Points
আবশেসে- Eventually/ finally
সত্যই- really
তাহাঁর পালের গরু – his herd of cows
বার বার – again and again
একটিও প্রাণীও – not a single animal
উপস্থিত হইল – appeared
তাহার সাহায্যর্থে – to his aid
সেদিন- that day
মনে করিতে লাগিল- began to think
ধূর্ত রাখাল – the cunning shepherd
মিথ্যা চিৎকার করিতেছে- shouting lies
ইচ্ছা মত – as he wished
রাখলের প্রাণসংহার করিয়া – killing the shepherd
Translation For Mains and Competitive Exam
Bengali to English Translation Part-18
Eventually one day the tiger really came and attacked his herd of cows. Then the shepherd became very anxious and started shouting ‘tiger’ and ‘tiger’ again and again. But not a single animal appeared to his aid that day. Everyone began to think that the cunning shepherd was shouting lies like before. The tiger killed the herd as he wished and finally left killing the shepherd. The foolish shepherd died saying, ‘Even if liars tell the truth, no one believes them.’
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 16 Bengali to English Translation
- 17 Bengali to English Translation
- 19 Bengali to English Translation
- 20 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-18) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir