Bengali to English Translation Part-13
Bengali to English Translation Part-13 : This bengali passage has been taken from P.K.Dey Sarkar’s book. The bengali sentences have been translated into english by my self. If you read both Bengali and English passages, you will get an idea on translation.
একলব্য ব্যাধরাজ হিরণ্যধনুর পুত্র। ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার ইচ্ছা ছিল। সে সময় দ্রোণাচার্যের যশ বহুদূরে ছড়াইয়া পড়িয়াছিল। লোকে বলিত যে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। একলব্যর বড়ই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে। একদিন একলব্ দ্রোণাচার্যের শিস্য হইবার আশার তাহার নিকট গমন করিল। কিন্তু দ্রোণ ব্যাধপুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না। তখন একলব্য ভগ্নহৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। সেখানে একটি কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সসম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল।

Helping Points
ব্যাধরাজ- the king of fowlers
ছেলেবেলা হইতেই – From a young age/ From an early age
ইচ্ছা ছিল- had a desire
শিক্ষা করিবার – to learn
অস্ত্রবিদ্যা- archery
সে সময় – At that time
দ্রোণাচার্যের যশ – the fame of Dronacharya
ছড়াইয়া পড়িয়াছিল- had spread
বহুদূরে- far and wide
লোকে বলিত – People used to say
তাহার ন্যায় বীর – hero like him
সমগ্র ভারতে – in the whole of India/ in all of India
বড়ই ইচ্ছা- a great desire
দ্রোণের নিকট – from Drona
দ্রোণাচার্যের শিস্য হইবার আশার- hoping to become a disciple of Dronacharya
গমন করিল- went
ভগ্নহৃদয়ে- with a broken heart
সেই স্থান- that place
গভীর বনে -the deep forest
Bangla to English Translation Online
Bengali to English Translation Part-13
Eklavya was the son of the king of fowlers, Hiranya Dhanu. From an early age he had a desire to learn archery. At that time the fame of Dronacharya had spread far and wide. People used to say that there was no other hero like him in the whole of India. Eklabya had a great desire to learn archery from Drona. One day Eklavya went to him hoping to become a disciple of Dronacharya. But Drona was not recognized as the guru/tutor of the hunter’s son. Then Eklavya left that place with a broken heart and entered the deep forest. He built a hut there and made a statue of Drona and practiced archery in front of him.
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 11 Bengali to English Translation
- 12 Bengali to English Translation
- 14 Bengali to English Translation
- 15 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-13) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir