Bengali to English Translation For Cmpetitive Exam
Bengali to English Translation Part-12 : This bengali passage has been taken from P.K.Dey Sarkar’s book. The bengali sentences have been translated into english by my self. If you read both Bengali and English passages, you will get an idea on translation.
পাঞ্জাবে তখন ছোটবড় আনেকগুলি রাজ্য ছিল। সকলে মিলে যদি আলেকজান্ডারের সহিত যুদ্ধ করিত তাহা হইলে কি হইত বলা যায় না কিন্তু তাহা হইল না। বরং তক্ষশিলার রাজা সন্ধি করিয়া আলেকজান্ডারের অধিনতা স্বীকার করিয়া লইলেন। শুধু পুরুরাজ্ আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করিলেন। কিন্তু তিনি যুদ্ধে পরাজিত হইলেন। তবে আলেকজান্ডার তাহার বীরত্বে মুগ্ধ হইয়া তাহাঁকে রাজ্য ফিরাইয়া দিলেন। এইরূপে আলেকজান্ডার সমগ্র পাঞ্জাব অধিকার করিলেন।

Helping Points
ছোটবড় আনেকগুলি রাজ্য- many small and big states
তখন – then
সন্ধি করিয়া- make a treaty/ to make peace
আলেকজান্ডারের অধিনতা– Alexander’s submission
স্বীকার করিয়া লইলেন- accept
পরাজিত হইলেন- was defeated
তবে- however
তাহার বীরত্বে- by his heroism
মুগ্ধ হইয়া- was impressed
রাজ্য- the kingdom
ফিরাইয়া দিলেন- returned
এইরূপে- In this way
সমগ্র পাঞ্জাব- the whole Punjab
অধিকার করিলেন- conquered
Bangla to English Translation Online
Bengali to English Translation Part-12
There were many small and big states in Punjab then. What would have happened if everyone had fought Alexander but that did not happen? On the contrary, the king of Takshasila would make a treaty and accept Alexander’s submission. Only Pururaja fought with Alexander. But he was defeated in battle. Alexander, however, was impressed by his heroism and returned the kingdom to him. In this way, Alexander conquered the whole Punjab.
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 10 Bengali to English Translation
- 11 Bengali to English Translation
- 13 Bengali to English Translation
- 14 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-12) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir