Bengali to English Translation Part-10
Bengali to English Translation Part-10 has been presented for competitive level students and english learners. This passage has been taken from P.K.Dey Sarkar’s book.
খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজ গৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। বর্তমান বংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংস স্থান এবং বিহার ও উড়িষ্যার কতকাংশ তাহাঁর রাজ্যভুক্ত ছিল। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাঁহার রাজধানী ছিল। কিন্তু গঙ্গাবতীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপে রাজপ্রসাদ সভামগুপ পারিষদবর্গের বাসস্থান প্রভুতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। শেষজীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন। তাহাঁর ফলে দেশ বিদেশে বহু বুদ্ধিমান , গুণবান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররুপে পরিণত হয়।

Helping Points
বল্লাল সেনের সময়ে – During the reign of Ballal Sen
খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষভাগে – in the late eleventh century AD
বঙ্গদেশের রাজ গৌরব – royal glory of Bengal
বিস্তৃত হইয়াছিল- spread/extended
বহুদূর পর্যন্ত – far and wide
চতুর্দিকে- all around
গঙ্গাবতীরে বাস করিবার জন্য – in order to live on the banks of the Ganges
রাজপ্রসাদ- Rajprasad
সভামগুপ – Sabhamagup
পারিষদবর্গের বাসস্থান the residence of Parishad
ক্রমে – gradually
বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে- glorious second capital
পরিণত করেন- turned
শেষজীবনে- In his last life
অধিকাংশ সময়- most of the time
তাহাঁর ফলে- As a result
দেশ বিদেশে বহু বুদ্ধিমান , গুণবান ব্যক্তি – many intelligent and talented people from all over the country and abroad
নবদ্বীপে – in Nabadwip
সমবেত হওয়ায় – gathered
বিদ্যাচর্চার কেন্দ্ররুপে – center of learning
পরিণত হয়- became
Practice Translation For Mains Exam And Learn English
Bengali to English Translation 10
During the reign of Ballal Sen in the late eleventh century AD, royal glory of Bengal spread all around far and wide. Present Bangladesh and West Bengal, as well as parts of Bihar and Orissa, belonged to him. His capital was at Rampal, which belonged to Bikrampur. But in order to live on the banks of the Ganges, he built the residence of the Rajprasad Sabhamagup Parishad in Nabadwip and gradually turned it into a glorious second capital. In his last life, he lived most of the time in Navadvipa. As a result, many intelligent and talented people from all over the country and abroad gathered in Navadvipa and Navadvipa became a center of learning.
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 08 Bengali to English Translation
- 09 Bengali to English Translation
- 11 Bengali to English Translation
- 12 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-10) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir