Bengali to English Translation Part-08
Bengali to English Translation Part-08 has been taken from P.K.Dey Sarkar’s book for the purpose of teaching this lesson.
অস্ট্রেলিয়া মহাদেশর নাম তোমরা নিশ্চয় শুনিয়া থাকিবে। এই দেশ আবিস্কারের সঙ্গে কাপ্তেন কুকের নাম অমর হইয়া আছে। ইংল্যান্ডের একটি ছোট গ্রামে ১২৭৮ খৃঃ অব্দে জেমস কুক যখন জন্মগ্রহণ করেন তখন কেহ ভাবিতেও পারেন নাই। যে এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিকরূপে পরিচিত হইবেন । কুকের পিতা কৃষক ছিলেন। ছেলেবেলায় কুকের লেখাপড়া তেমন কিছুই হয় না । গ্রাম্যবিদ্যালইয়ে মোটামোটি লিখিতে, পড়িতে ও সহজ অঙ্ক কষিতে শিখিয়াছিলেন।

Helping Points
মহাদেশর নাম- the name of the continent
নিশ্চয় শুনিয়া থাকিবে- must have heard
এই দেশ আবিস্কারের সঙ্গে- with the discovery of this country
অমর হইয়া আছে- has become immortal
ইংল্যান্ডের একটি ছোট গ্রামে- in a small village in England
জন্মগ্রহণ করেন- was born
কেহ- no one
ভাবিতেও পারেন নাই- could not have imagined
পৃথিবীর মধ্যে- in the world
একজন দুঃসাহসিক নাবিকরূপে- as an adventurous sailor
পরিচিত হইবেন- would be known
গ্রাম্যবিদ্যালইয়ে- In rural schools/ in the village school
মোটামোটি- fairly
Bengali to English Translation Part-8
You must have heard the name of the continent of Australia. Captain Cook’s name has become immortal with the discovery of this country. When James Cook was born in 127 AD in a small village in England, no one could have imagined that this child would be known as an adventurous sailor in the world. Cook’s father was a farmer. Cook did not have much education in his childhood. In rural schools, he learned to read, write and do simple arithmetic fairly.
Bangla Passage Translation of P.K.Dey Sarkar’s Book
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 06 Bengali to English Translation
- 07 Bengali to English Translation
- 09 Bengali to English Translation
- 10 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-08) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir