Bengali to English Translation Part-07
Bengali to English Translation Part-07 has been taken from P.K.Dey Sarkar’s book for the purpose of teaching the lesson.
এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। সর্বদা তাঁহার এই ভয় হইত পাছে কোন চোর ডাকাত তাহা লইয়া যায়। এজন্য সে স্থির করিল এমন এক ব্যবস্থা করা দরকার যাহাতে কেহ তাহার অর্থের সন্ধ্যান না পায় ও চুরি করিতে না পারে। অবশেষে সে সর্বস্ব বেচিয়া ফেলিল , এবং এক তাল সোনা কিনিয়া মাটিতে পুতিয়া রাখিল। কিন্তু এরূপ করিয়া সে নিশ্চিন্ত হইতে পারিল না । প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত সোনা আছে কিনা।

Helping Points
এক কৃপণের – One miser
কিছু সম্পত্তি – some property
লইয়া যায়- take away
এজন্য – That is why
এক ব্যবস্থা করা দরকার – to make arrangements
যাহাতে- so that
কেহ- no one
অবশেষে- At last
সর্বস্ব- everything
এক তাল সোনা- a pound of gold
মাটিতে পুতিয়া রাখিল- laid on the ground
কিন্তু – But
এরূপ করিয়া- doing so
নিশ্চিন্ত হইতে পারিল না- could not be assured
প্রতিদিন- Every day
গোপনে- secretly
একবার- Once
দেখিয়া আসিত – to see
সেই স্থানে – to that place
সোনা আছে কিনা- if there was any gold
Bangla Passage Translation For Mains
Bengali to English Translation Part-07
One miser had some property. He is always afraid that some thief will take it away. That is why he decided to make arrangements so that no one would be able to find and steal from him. At last he sold everything, and bought a pound of gold, and laid it on the ground. But he could not be assured from doing so. Every day he secretly went to that place once to see if there was any gold.
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 04 Bengali to English Translation
- 05 Bengali to English Translation
- 06 Bengali to English Translation
- 08 Bengali to English Translation
- 09 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-07) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir