Bengali to English Translation Part-06
Bengali to English Translation Part-06 has been taken from P.K.Day Sarkar’s book for the purpose of teaching the lesson.
রাবেয়া অতি দীনভাবে জীবন যাপন করিতেন। তাঁহার কুটিরে একটি মাত্র মাটির জলপাত্র ছিল। তাহা হইতেই তিনি জলপান ও হস্তপদাদি ধৌত করিতেন। একখানি ইষ্টকের উপর মস্তক রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন । এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন, ‘আমার এক ধনী বন্ধু আছেন। যদি আপনি আদেশ করেন, তবে আমি তাঁহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। রাবেয়া উত্তর করিলেন, ‘ তুমি ভুল করিতেছ, আমার কিছুরই কোন আভাব নেই।’

Helping Points
অতি দীনভাবে জীবন- a very humble life
যাপন করিতেন- lived/used to live
তাঁহার কুটিরে- in his hut/ cottage
একটি মাত্র- only one
মাটির জলপাত্র- earthen vessel/ water-pot
তাহা হইতেই – From there
জলপান- take water
হস্তপদাদি- his hands and feet
ধৌত করিতেন – wash
একখানি ইষ্টকের উপর রাখিয়া resting on a brick
ছিন্ন মাদুরে – on a torn mat
শয়ন করিতেন – used to lie
একদিন- One day
এই সকল দেখিয়া – seeing this
আপনার ব্যবহারের জন্য – for your use
তাঁহার নিকট হইতে – from him
কিছু সামগ্রী – some materials
আনিয়া দিতে পারি- can bring
উত্তর করিলেন- Replied/answered,
কিছুরই কোন আভাব – shortage of anything/ lack anything
Bangla Passage Translation in English
Bengali to English Translation Part-06
Rabia lived a very humble life. There was only one earthen vessel in his hut. From there he used to take water and wash his hands and feet. He used to lie on a torn mat with his head resting on a brick. One day, seeing this, a man said to him, ‘I have a rich friend. If you permit, I can bring some materials from him for your use. Rabea replied, you are wrong/making mistake. I have no shortage of anything.
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 04 Bengali to English Translation
- 05 Bengali to English Translation
- 07 Bengali to English Translation
- 08 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-06) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir