Bengali to English Translation Part-04
Bengali to English Translation Part-04: The passage has been taken from P.K.Day Sarkar’s book for the purpose of teaching the students.
দুই বন্ধু একত্র পদব্রজ ভ্রমণে বাহির হইয়াছিল। তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ দূরে একটি ভালুক দেখা গেল। বন্ধদের মধ্যে একজন আতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আহোরণ করিল । বন্ধুর কি দশা ঘটিল তাহা একবার ভাবিয়া দেখিল না । দ্বিতীয় ব্যক্তি বৃক্ষ আহোরণ করিতে পারিত না । আর কোন উপায় না দেখিয়া এবং একাকী ভালুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া সে ভুতলে মৃতবৎ পড়িয়া রহিল, কারণ সে পূর্বে শুনিয়াছিল, ভালুক মরা মানুষ ছোঁয় না ।

Tricks Of Bangla to English Translation
Helping Points
দুই বন্ধু – The two friends
বাহির হইয়াছিল- went out
পদব্রজ ভ্রমণে – on a walking tour
একত্র- together
উপস্থিত হইলে- approached
একটি অরণ্যের নিকট- Near a forest
হঠাৎ- suddenly
দেখা গেল- was seen
দূরে- in the distance
বন্ধদের মধ্যে একজন- One of the friends
নিকটবর্তী বৃক্ষে- a nearby tree
আহোরণ করিল- climbed up
তাড়াতাড়ি- hurried
বন্ধুর কি দশা ঘটিল- what happened to his friend
দ্বিতীয় ব্যক্তি- The second person
আর কোন উপায় না দেখিয়া – Seeing no other way
অসম্ভব ভাবিয়া – Thinking it was impossible
একাকী ভালুকের সহিত যুদ্ধ করা – to fight with the bear alone
ভুতলে- on the ground
মৃতবৎ পড়িয়া রহিল- lay dead
কারণ- Because
পূর্বে- before
মরা মানুষ- dead people
Bengali to English Translation Part-04
The two friends went out on a walking tour together. As they approached a forest, suddenly a bear was seen in the distance. One of the friends frightened and climbed up hurried a nearby tree. He never thought about what happened to his friend. The second person could not climb the tree. Seeing no other way and thinking it was impossible to fight with the bear alone, he lay dead on the ground. Because he had heard before, bears do not touch dead people.
Bangla to English Translation For Competitive Exam
Read More Articles:
- Tips and Tricks of Translation (Bengali to English)
- 1 Bengali to English Translation
- 2 Bengali to English Translation
- 3 Bengali to English Translation
- 5 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-04 ) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messanger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir