Bengali to English Translation Part-01
Bengali to English Translation Part-01: It is very important lesson for learning english. It will help us to write English sentence. If you do not have a practice you will face many problems at the time of translating bengali to english. This article will help the students of competitive exam.
একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। আতি শৈশবে তাহার মাতাপিতার মৃত্যু হয় । তাহার মাশি তাহাকে পালন করিয়েছিলেন । তিনি তাহার হস্তে ঐ পুস্তকখানি দেখিয়ে জিজ্ঞাসা করিলেন, ‘ভুবন, এই পুস্তক তুমি কোথায় পাইলে ?’’ সে বলিল, “বিদ্যালয়ের এক বালকের পুস্তক।” মাশি বুঝিতে পারিলেন ভুবন ঐ পুস্তকখানি চুরি করিয়েছে । কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না।

Helping Points
একদা- Once/ Once upon a time
বিদ্যালয় হইতে- From the school
অন্য এক বালকের একখানি পুস্তক- Another boy’s book
চুরি করিয়া আনিয়াছিল- Stole
আতি শৈশবে – In early childhood/ In infancy
পালন করিয়েছিলেন- Brought up/reared
তাহার মাশি- His aunt
তাহার হস্তে ঐ পুস্তকখানি দেখিয়ে- To see that book in his hand
জিজ্ঞাসা করিলেন- Asked
পাইলে- Got
বুঝিতে পারিলেন- Understood
পুস্তক ফিরাইয়া দিতে- To return the book
নিষেধ করিলেন না- not prohibit/forbid
Translation For Competitive exam
Bengali to English Translation
Once upon a time a boy stole another boy’s book from the school. In childhood his parents died. His aunt brought up him. She asked him to see the book in his hand, Bhuban, “Where did you get this book?” He replied, “A schoolboy’s book”. Aunt understood, Bhuban had stolen the book. But she did not tell to return the book and prohibit to steal.
Read More
- English grammar
- 2 Bengali to English Translation
- 3 Bengali to English Translation
- 4 Bengali to English Translation
- 5 Bengali to English Translation
যদি এই আর্টিকেল (Bengali to English Translation Part-01) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনেহয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে ভুলবে না।
Thank you! – Prakash sir