What is Voice Change?
Active and Passive Voice in Bengali
যখন আমরা অর্থের পরিবর্তন না করে একটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসকে একটিভে পরিবর্তন করাকে বলে Voice Change।
Voice change শেখার আগে যেগুলো জানা আবশ্যক
- Subject
- Verb
- Object
- Verb3 (Past Participle)
ইংরেজি বাক্য দেখার পর ছাত্র-ছাত্রীদের বুঝতে হবে সেই বাক্যে সাবজেক্ট অর্থাৎ কর্তা আছে কিনা।
তাদেরকে সেই বাক্যে ভারব অর্থাৎ ক্রিয়া আছে কিনা জানতে হবে এবং সেই ভারবের পাস্ট পারটিসিপেল ফর্ম জানা আবশ্যক।
সেই ইংরেজি বাক্যের মধ্যে অবজেক্ট অর্থাৎ কর্ম আছে কিনা জানতে হবে।
Kind of Voice
ইংরেজি ব্যকরনে ভয়েস তিন প্রকার। যথা-
- Active Voice
- Passive Voice
- Quasi-passive Voice
Active voice: A verb in the active voice when its form shows that the person or thing denoted by the subject does something; or, in other words, is the doer of the action.
I have got a new job.
Passive voice: A verb is in the passive voice when its form shows that something is done to the person or thing denoted by the subject.
A new job has been got by me.
Quasi-passive voice: A sentence that does not mention a doer, the action term itself acts like a doer, is called an official word.
Voice Change in English Click here ………………….
Active: I take a cup of tea daily.
Passive: A cup of tea is taken by me daily.
Shortcut Method of Voice Change [Affirmative]
No |
Active |
Passive |
01. |
Eat/eats |
Am/is/are + eaten |
02. |
Am/is/are + eating |
Am/ is/are + being eaten |
03. |
Have/has +eaten |
Have/has + been+ eaten |
04. |
Ate |
Was/were |
05. |
Was/were + eating |
Was/ were + being + eaten |
06. |
Had + eaten |
Had + been +eaten |
07. |
Shall/will + eat |
Shall/will +be + eaten |
08. |
Shall/will + have + eaten |
Shall/will + have + been + eaten |
09. |
Can/ could/ may/ might/ should/ would/ must/ ought to / used to/ + eat |
Can/ could/ may/ might/ should/ would/ must/ ought to / used to/+be + eaten |
Affirmative Sentence Voice Change Rule In Bangla
Active and Passive Voice in Bengali Rule 01:
যদি Active Voice এ ভারবের প্রথম রুপ বা ভারবের সাথে “S/es” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Am/Is/Are” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: I eat two mangoes.
Passive: Two mangoes are eaten by me.
Active: Rahul takes a cup of tea daily.
Passive: A cup of tea is taken daily by Rahul.
Active and Passive Voice in Bengali Rule 02:
যদি Active Voice এ “Am/Is/Are” এর পরে “V-ing” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Am/Is/Are” এর পরে “Being” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: I am writing a letter.
Passive: A letter is being written by me.
Active and Passive Voice in Bengali Rule 03:
যদি Active Voice এ “Have/Has” এর পরে “V-3” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Have/Has” এর পরে “Been” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: You have bought a camera.
Passive: A camera has been bought by you.
Active and Passive Voice in Bengali Rule 04:
যদি Active Voice এ ভারবের “V-2” রুপ থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Was/Were” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: The cat killed a rat.
Passive: A rat was killed by the cat.
Active and Passive Voice in Bengali Rule 05:
যদি Active Voice এ “Was/Were” এর পরে “V-ing” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Was/Were” এর পরে “Being” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: They were cooking meat.
Passive: Meat was being cooked by them.
Active and Passive Voice in Bengali Rule 06:
যদি Active Voice এ “Had” এর পরে “V-3” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Had” এর পরে “Been” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: She had washed the clothes.
Passive: The clothes had been washed by her.
Active and Passive Voice in Bengali Rule 07:
যদি Active Voice এ “Shall/Will” এর পরে “V-1” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Shall/Will” এর পরে “Be” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: We shall sell the old house.
Passive: The old house will be sold by us.
Active and Passive Voice in Bengali Rule 08:
যদি Active Voice এ “Shall/Will + Have” এর পরে “V-3” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সাবজেক্ট অনুসারে হেল্পিং ভারব “Shall/Will + Have” এর পরে “Been” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: Mina will have seen the Tajmahal.
Passive: The Tajmahal will have been seen by Mina.
Active and Passive Voice in Bengali Rule 09:
যদি Active Voice এ “Can/ could/ may/ might/ should/ would/ must/ ought to / used to” এর পরে “V-1” থাকে তাহলে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তনের সময় Object টা Subject হিসাবে বসে। তারপরে সেই মোডাল ভারব “Can/ could/ may/ might/ should/ would/ must/ ought to / used to” এর পরে “Be” বসে এবং ভারবের “3rd Form(Past Participle)” বসে। তারপর Active Voice এর সাবজেক্ট এর রুপের পরিবর্তন করে তার পূর্বে “By” বসাতে হয়।
উদাহরণঃ
Active: You can sing a song.
Passive: A song can be sung by you.
Active: We should plant trees.
Passive: Trees should be planted by us.
Change of Subject And Object
Active |
Passive |
I |
Me |
We |
Us |
You |
You |
He |
Him |
She |
Her |
They |
Them |
It |
It |
Ram |
Ram |
যদি Active Voice-এ “I” থাকে তাহলে সেটা Passive Voice-এ “Me” হবে আর “Me” থাকে তাহলে সেটা “I” হবে। যদি Passive Voice-এ “I” থাকে তাহলে সেটা Active Voice-এ “Me” হবে আর “Me” থাকে তাহলে সেটা “I” হবে। এইভাবে উপরের সমস্ত নিয়মগুলো প্রয়োগ করা হবে।
Shortcut Method of Voice Change [Negative]
No |
Active |
Passive |
01. |
Do/Does not + eat |
Am/is/are + not + eaten |
02. |
Am/is/are + not + eating |
Am/ is/are + not + being eaten |
03. |
Have/has + not + eaten |
Have/has + not + been+ eaten |
04. |
Did + not + eat |
Was/were + not + eaten |
05. |
Was/were + not + eating |
Was/ were + not + being + eaten |
06. |
Had + not + eaten |
Had + not + been +eaten |
07. |
Shall/will + not + eat |
Shall/will + not + be + eaten |
08. |
Shall/will + not + have+ eaten |
Shall/will + not + have + been + eaten |
09. |
Can/ could/ may/ might/ should/ would/ must/ ought to / use to/ + not + eat |
Can/ could/ may/ might/ should/ would/ must/ ought to / use to/+ not + be + eaten |
Examples:
Active: I do not like coffee.
Passive: Coffee is not liked by me.
Active: He does not play cricket.
Passive: Cricket is not played by him.
Active: We are not learning English now.
Passive: English is not learned by us now.
Active: You have not taught me Sanskrit.
Passive: I have not been taught Sanskrit by you.
Active: Gopal did not eat rice yesterday.
Passive: Rice was not eaten by Gopal yesterday.
Active: They were not driving the cars.
Passive: The cars were not being driven by them.
Active: My brother had not broken the cup.
Passive: The cup had not been broken by my brother.
Active: Tony will not read the book.
Passive: The book will not be read by Tony.
Active: You should not call me.
Passive: I should not be called by you.

Voice Change of Interrogative Sentences
Interrogative sentence দুই ধরনের 1. With wh-words interrogative sentence 2. Without wh-words interrogative sentence (Yes/No)
Without wh-words (Yes/No) Interrogative Sentences
এই ধরনের প্রশ্ন বোধক বাক্যগুলো সর্বদা হ্যাঁ এবং না উত্তর দেয়। Active Voice গুলোকে Passive Voice-এ পরিবর্তনের সময় Voice Change-এর সাধারণ নিয়মগুলো বজায় থাকে শুধু Helping Verb টি সাবজেক্টের পূর্বে বসে আর বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হয়।
Examples:
Active: Do you like coffee?
Passive: Is coffee liked by you?
Active: Does he play football?
Passive: Is football played by him?
Active: Can you cross the road?
Passive: Can the road be crossed by you?
With wh-words Interrogative Sentences
এই ধরনের প্রশ্ন বোধক বাক্যগুলো হ্যাঁ এবং না উত্তর দেয় না।এর উত্তর সবসময় কোন কিছুর বর্ণনা দেয়।
Active: What do you say?
Passive: What is said by you?
Active: Which book will you buy?
Passive: Which book will be bought by you?
Active: Whose cycle are you using now?
Passive: Whose cycle is being used by you now?
Active: When did you sell the house?
Passive: When was the house sold by you?
Active: Where have they lost the key?
Passive: Where has the key been lost by them?
Active: Why did you insult the girl?
Passive: Why was the girl insulted by you?
Active: How did he solve it?
Passive: How was it solved by him?
Active: How much water will Ramen take?
Passive: How much water will be taken by ramen?
Who and Whom
Active Voice –এ “Who” থাকলে সেটা passive voice-এ “By whom” হয়।
আবার Active Voice –এ “Whom” থাকলে সেটা passive voice-এ “Who” হয়।
Example:
Active: Who broke the glass?
Passive: By whom was the glass broken?
Active: Whom have the police arrested?
Passive: Who has been arrested by the police?
Voice Change of Imperative Sentence
Imperative sentences are three types like order, request and advice.
Transitive verb: এই ধরনের ভারবের একটা অবজেক্ট অর্থাৎ কর্ম থাকে। Intransitive verb: এই ধরনের ভারবের অবজেক্ট অর্থাৎ কর্ম থাকে না।
Order/Advise
যদি ভারবটি transitive হয় তাহলে নিচের নিয়মগুলো প্রয়োগ করা হয়।
Aff: Let + Object + be + V-3.
Neg: Let + not + Object + be + V-3.
Active: Change the voice.
Passive: Let the voice be changed.
Active: Don’t open the door.
Passive: Let not the door be opened.
If the verb is intransitive, the rule is applicable.
আর যদি ভারবটি intransitive হয় তাহলে নিচের নিয়মগুলো প্রয়োগ করা হয়।
For Affirmative Sentences
You are told to …………..
You are ordered to ……………
You are advised to …………..
Example:
Active: Come in.
Passive: You are told to come in.
Active: Go to bed.
Passive: You are ordered to go to bed.
Active: Follow me.
Passive: You are ordered to follow me.
For Negative Sentences
You are told not to …………..
You are ordered not to ……………
You are advised not to …………..
Example:
Active: Don’t talk.
Passive: You are told not to talk.
Active: Don’t play here.
Passive: You are ordered not to play here.
Active: Don’t misbehave.
Passive: You are advised not to misbehave.
Request
যদি imperative sentences-এ অনুরোধ [Please/Kindly] প্রকাশ পায় তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করা হয়।
Affirmative: You are requested to …………….
Negative: You are requested not to …………….
Example:
Active: Please help me.
Passive: You are requested to help me.
Active: Please don’t smoke here.
Passive: You are requested not to smoke here.
Voice Change [Sentence with “Let”]
যদি active voice টি “Let” দিয়ে শুরু হয় তাহলে Passive Voice-এ পরিবর্তনের সময় নিচের নিয়মটি ব্যবহার করা হয়।
Let + Object(Nonliving) + V-3 + by + Object (Living).
Active: Let me do the work now.
Passive: Le the work be done by me now.
Active: Let us forget the matter.
Passive: Let the matter be forgotten by us.
Voice Change Sentence [With Infinitive]
যদি active voice-এ “infinitive (To +V-1)” থাকে তাহলে passive voice-এ পরিবর্তনের সময় ‘To’ এর পরে “Be” এবং “Infinitive Verb” টির Past Participle রুপ বসে। কিন্তু Voice Change-এর সাধারণ নিয়মগুলো বজায় থাকবে।
For example:
Active: You have to do this sum.
Passive: This sum has to be done by you.
Active: They wanted to win the match.
Passive: They wanted to be won the match.
Voice Change of Verbal Noun Sentences
যদি Active Voice-এ “Verbal Noun” থাকে তাহলে Passive Voice-এ পরিবর্তনের সময় Object-এর পরে “Being” তারপর “verbal noun” এর “Past Participle Form(V-3)” ব্যবহার হয়।
Active: I saw the feeding of the monkeys.
Passive: I saw the monkeys being fed.
Active: They heard the opening of the coaching center.
Passive: They heard the coaching center being opened.
কিন্তু নিচের ভারবগুলো Verbal Noun বাক্যে থাকলে সেই বাক্যের Voice Change করা যায় না।
Die, appear, disappear, belong, despair, wonder, result, indulge, seem, happen, allude, occur, ensure, comprise, perish, issue
Voice Change of Complex Sentence
Complex Sentence-কে দুটি পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করা যায়। আমি দুটি পদ্ধতিই দেখিয়েছি। ভালোভাবে উদাহরণগুলো পড়লে পদ্ধতিটা বুঝতে পারবে।
Example:
Active: I know that she will sing a song.
Passive: That a song will be sung by her is known to me.
Or
It is known to me that a song will be sung by her.
Active: They consider that he is honest.
Passive: It is considered by them that he is honest.
Passive to Active [Without Subject]
অনেক সময় আমরা দেখেছি Passive Voice-এ সাবজেক্ট থাকে না। আর সেই বাক্যগুলোকে Active Voice-এ পরিবর্তন করার জন্য একটা সাবজেক্টের উল্লেখ করতে হয়। কিন্তু এই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জের নির্দিষ্ট কোন নিয়ম নেই। সেইজন্য পরিস্তিতি অনুযায়ী আমরা One, Someone, People, They, Circumstance ইত্যাদি সাবজেক্ট হিসাবে ব্যবহার করি।
Example:
Active: Traffic rules should be obeyed.
Passive: People should obey traffic rules.
Active: They were misguided.
Passive: Someone misguided them.
Voice Change Without “By” Preposition
Voice Change করার সময় Active Voice-এর সাবজেক্ট-কে Passive Voice-এ লেখার সময় সাবজেক্টের পূর্বে “By” লেখা হয়। কিন্তু কিছু কিছু ভারবের ক্ষেত্রে “By” এর পরিবর্তে অন্য প্রিপজিশন লেখা হয়।নিচে সেই ভারবগুলো দেওয়া হল-
List the verbs:
Marry, know – to
Alarm, surprise, annoy, shock,- at
Interest, pleased, change, offend, disgust, contain – with
Examples:
Active: I know the man.
Passive: The man is known to me.
Active: The dust covers the table.
Passive: The table is covered with the dust.
Active: The matter interested the girl.
Passive: The girl was interested in the matter.
Quasi-passive Voice
Active: Honey tastes sweet.
Passive: Honey is sweet when it is tasted.
Active Voice-টি লক্ষ্য করলে দেখতে পাবে যে Honey সাবজেক্ট হিসাবে বসেছে কিন্তু একটু ভেবে দেখ মধু নিজে কোন কাজ করতে পারে না বরং কোন ব্যক্তি এটার স্বাদ নিতে পারে। ব্যকরনগত দিক থেকে Honey সাবজেক্ট ও অবজেক্ট দুটোর ভূমিকাই পালন করেছে। taste, feel, read, read, smell, cost, sound ইত্যাদি ভারবগুলি দিয়ে quasi-passive গঠন করা হয়। সাধারণত এদের Passive করার সময় “When” এর সাহায্য নেওয়া হয়।
Examples:
Active: The bed feels soft.
Passive: The bed is soft when it is felt.
Active: The rose smells sweet.
Passive: The rose is sweet when it is smelt.
Quasi-passive Voice Without Complement
Quasi-passive-এ এমন বাক্য আছে যেগুলোর কমপ্লিমেন্ট নেই। আর সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করার সময় হেল্পিং ভারবের পরে “Being” এবং ভারবের Past Participle Form (V-3) বসাতে হয়।
Example:
Active: The book is printing.
Passive: The book is being printed.
Active: The cows are milking.
Passive: The cows are being milked.
Active Sentence With Two Objects [Voice Change]
যদি Active Voice এর বাক্যে দুটি অবজেক্ট থাকে একটি প্রানীবাচক এবং অপরটি বস্তুবাচক। এই ক্ষেত্রে যেকোনো একটি অবজেক্ট-কে Passive Voice-এ সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যাবে।
Examples:
Active: He gave me a book.
Passive: A book was given me by him. / I was given a book by him.
Active: Biplab teaches us English.
Passive: English is taught us by Biplab./ We are taught English by Biplab.
Active Voice With Phrasal Verb [Voice Change]
যদি Active Voice এর বাক্যে Phrasal Verb থাকে তাহলে ভারবের সাথে যে প্রিপজিশন থাকে সেটাকে ভারবের পরে বসাতে হয়। এমনকি যদি একাধিক প্রিপজিশন পাই তবুও তাদেরকে বাদ দেওয়া যাবে না।
Active: We should not look down upon the poor.
Passive: The poor should not be looked down upon by us.
Active: The boy laughed at the bagger.
Passive: The bagger was laughed at by the boy.
Active Voice With Reflexive Objects [Voice Change]
যদি Active Voice-এ “Reflexive Object” থাকে তাহলে Reflexive Object টা Passive-এ সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না। এই ক্ষেত্রে টেন্স অনুযায়ী “Be Verb” বসিয়ে “Reflexive Object” এর আগে “By” লেখা হয়।
Example:
Active: He killed himself.
Passive: He was killed by himself.
Active: They punish themselves.
Passive: They are punished by themselves.
Optative Sentence [Voice Change]
Optative sentence এর ভয়েস চেঞ্জ করার একটা নিয়ম আছে। নিচে সেই নিয়মটি দেওয়া হল।
Rule: May + Object +be + V-3 + by + Subject.
Active: May God bless you.
Passive: May you be blessed by God.
Active: May they win the match.
Passive: May the match be won by them.
Read more:
- All Conditional Sentences
- Transformation of Sentences [Affirmative to Negative]
- Assertive to Exclamatory
- Capitalization
- Transformation of sentences [Simple, Complex and Compound]
- Degree Change Degree of Comparison
- Degree Change
- Narration Change A to Z
যদি এই আর্টিকেল (Active and Passive Voice in Bengali) ভালোলাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে এটি সোশ্যাল মিডিয়ার (Whatsapp, Facebook, Messenger) মাধ্যমে শেয়ার করতে ভুলবে না। Thank you! – Prakash sir